রাজশাহী বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে লকডাউনের ৭ দিনে ৫৬৯ মামলা, ৬ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
৯ জুলাই ২০২১ ০৩:০৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

সাহেব বাজার জিরোপয়েন্ট,ফাইল ছবি

রাজশাহীতে কঠোর লকডাউনের প্রথম ৭ দিনে নির্দেশনা অমান্য করায় নগরীসহ জেলায় ৬ লাখ ৪ হাজার ১২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা হয়েছে ৫৬৯ জনের বিরুদ্ধে। এর মধ্যে নগরীতে ১১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসকল মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ১০০ টাকা। অপরদিকে, জেলায় ৪৫৬ জনের বিরুদ্ধে মামলায় ৪ লাখ ৭৭ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে তৎপর থাকতে দেখা গেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে।
স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাজশাহীর বাগমারা উপজেলায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা।

এছাড়া দূর্গাপুরে ১১৬ জনের বিরুদ্ধে মামলা ও ৬২ হাজার ৪৮০ টাকা জরিমানা, তানোর উপজেলার ৩৩ জনের বিরুদ্ধে মামলায় ১৯ হাজার টাকা, চারঘাট উপজেলার ২৯ জনের বিরুদ্ধে মামলায় ৭৪ হাজার ৯০০ টাকা, গোদাগাড়ীতে ৬৫ জনের বিরুদ্ধে মামলায় ৭১ হাজার ৬৪০ টাকা, মোহনপুর ৬৮ জনের বিরুদ্ধে মামলায় ৩৪ হাজার ৭০০ টাকা, বাঘায় ৩৭ জনের বিরুদ্ধে মামলায় ৯৮ হাজার ৪০০ টাকা, পুঠিয়া উপজেলায় ২৫ জনের বিরুদ্ধে মামলায় ৫৪ হাজার ৭০০ টাকা ও পবা উপজেলায় ৪২ জনের বিরুদ্ধে মামলায় ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক জানান, কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top