রাজশাহী শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে এবার দুই নারীসহ আটক ‘লাইকি তারকা’ 


প্রকাশিত:
৭ জুন ২০২১ ২৩:৫০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৮:৩৫

ছবি: সংগৃহীত

রাজশাহীতে এবার দুই নারীসহ চার লাইকি তারকাকে আটক করা হয়েছে। রোববার (৬ জুন) সন্ধ্যার পর থেকে নগরীর ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্বর, টি বাঁধ ও আই বাঁধ এলাকা থেকে অশ্লীল ভিডিও ধারণরত অবস্থায় তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৭ জুন) তাদের নগর পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে ১ জুন অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানানোর দায়ে নগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন ৯ তরুণ-তরুণী। তারা টিকটক ভিডিও বানাতেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, এই চার তরুণ-তরুণী লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের বিপথগামী করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকি গ্রুপের ভিডিও তৈরির মূল হোতা মেহেদী হাসান পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি লাইকি ভিডিও তৈরি করে প্রতি মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা আয় করেন।

কোমলমিত অভাবী কিশোর-কিশোরীদের দিয়ে এসব অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরি করে আসছিলেন তিনি। বিপথগামী এসব তরুণ-তরুণীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরএমপি কমিশনার বলেন, রাতারাতি জনপ্রিয়তা পেতে অনেকেই এ ধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়াসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। এ ধরনের ভিডিও কিশোর অপরাধের মতো ঘটনা উসকে দিচ্ছে। রাজশাহী নগরীতে অশ্লীলতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কমিশনার।

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top