রাজশাহী সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে ধান বোঝাই ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
২১ মে ২০২১ ০১:৩৭

আপডেট:
২১ মে ২০২১ ০১:৩৮

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় নাসির উদ্দিন (৩৫) নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মুন্ডমালা আমনুরা সড়কের ধামধুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর গ্রামের বিসারত আলীর ছেলে।

পুলিশ নিহতেল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ছেন। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ এলাকার শ্রমিকরা তানোর চৌবাড়িয়া এলাকায় ধান কাটার কাজ শেষে (আজ) বৃহস্পতিবার ট্রাক যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বেলা ১২টার দিকে মুন্ডমালা আমনুরা সড়কের ধামধুম এলাকায় ট্রাকটি উল্টে রাস্তার নিচে পড়ে গেলে ধান বোঝাই ট্রাকের উপরে থাকা নাসির উদ্দিনসহ ৪ শ্রমিক আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে তানোর ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর নাসির উদ্দিনের মৃত্যু হয। আহত অপর তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আরপি / এমবি-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top