রাজশাহী শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

নগর আ.লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন


প্রকাশিত:
১৭ মে ২০২১ ১৮:১৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৬:২৫

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৭ মে) রাজশাহী মহানগরীর কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ দিকে শ্রদ্দাঞ্জলি শেষে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবনী তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সহ-সভাপতি মীর ইকবাল, নওশের আলী, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লেমনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে দলটি।

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top