রাজশাহী শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

বাঘায় পেপার বিক্রেতার রিপনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশিত:
৩ মে ২০২১ ২৩:৩২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ২২:৩২

বাঘায় পেপার বিক্রেতার রিপনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৬নং ওয়ার্ড়ের বাসিন্দা পেপার বিক্রেতা রিপন আলীর নিজস্ব অর্থায়নে অর্ধ শতাধিক পরিবারের অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় আড়ানী বাজার এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্য ছিল ৪০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম সেমাই, ১প্যাকেট দুধ।

আড়ানী বাজারের তুহিন হার্ডওয়ারের স্বার্থাধিকারী তুহিন আলী বলেন, রিপন আলী পেশায় একজন পেপার বিক্রেতা। তার এমন উদ্দ্যোগ নিসন্দেহে প্রসংসার দাবিদার। আমার কাছে খুব ভাল লেগেছে। দেশের এমন পরিস্থিতিতে রিপনের মত আমাদেরও সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

এ বিষয়ে রিপন আলী বলেন, করোনাভাইরাসের কারণে দরিদ্র, অসহায় মানুষরা অনেক কষ্টে আছে। সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। গরীর মানুষ হিসাবে আমি অনুভব করেছি। এমনটা ভাবনা থেকে এই উদ্দ্যোগ। আমার বিশ্বাস সমাজের ধনী ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

 আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top