রাজশাহী শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ০৫:৪১

আপডেট:
২৪ এপ্রিল ২০২১ ০৬:০০

জব্দ করা বিপুল পরিমাণ ওষুধের একাংশ

রাজশাহীতে একটি নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই এই কারখানা গড়ে তুলেছিলেন।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাত ৯টার দিকে আনিসের বাড়িতে অভিযান চালায়।

নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় আনিসের বাড়ি।

অনেকটা নির্জন এলাকার এই বাড়িটির একটি ঘরে মেশিন বসিয়ে ওষুধ তৈরি করতেন আনিস।

অভিযানে আনিসকে আটক করা হয়েছে। তাঁর বাবার নাম মৃত আনসার আলী। বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ।

নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।


তিনি জানান, নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় চারটি নামিকোম্পানীর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধের কারিগরকেও আটক করা হয়েছে।

এসব ওষুধ আনিস রাজশাহী মহানগরীর বিভিন্ন ফার্মেসীতে দিতেন। অধিক লাভের আশায় কিছু কিছু ফার্মেসী মালিক তা কিনতেন।

আনিসের বাড়িতে পাওয়া নকল ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও ছবি


বাড়িতে ওষুধের কারখানা

বাড়িতে নকল ওষুধ

বাড়িতে নকল ওষুধ

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top