রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

বড়াইগ্রামে ফসলী জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ২২:৪২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:০৫

ছবি প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর ইটিকড়া বিলে তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। বুধবার দুপুর ১২টার দিকে বিলের মাঝে আয়োজিত মানববন্ধনে সাবেক উপ সহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার সরকার, সমাজসেবক আব্দুল কাদের, কৃষক তকুল হোসেন প্রামাণিক, আব্দুল হান্নান ও আবুল কালাম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ইটিকড়া বিলে এ পর্যন্ত কোন পুকুর খনন হয়নি। কিন্তু কয়েকদিন যাবৎ জনৈক বাচ্চু মিয়া বিলের তিন ফসলী জমিতে পুকুর খননের চেষ্টা করছেন। এলাকাবাসীর তীব্র বাধা স্বত্ত্বেও তিনি রাতের আঁধারে জমিতে এক্সকেভেটর নিয়ে এসেছেন।

এখানে পুকুর খনন হলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে কমপক্ষে ৫শ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।

তাই আমরা অবিলম্বে বিলে পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ফসলী জমিতে কোন পুকুর খনন করতে দেয়া হবে না।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top