রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

রাস্তার ধারে নামাজ পড়ে প্রতিবাদ


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২১ ১৮:১৩

আপডেট:
১৭ এপ্রিল ২০২১ ১৯:২২

ছবি প্রতিনিধি

পুলিশের জেরার মুখে সড়কে নামাজ আদায়! লকডাউনে বাইরে বের হওয়ায় পুলিশের জেরার মুখে কোনো জবাব না দিয়ে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে নীরব প্রতিবাদ জানিয়েছেন এক ব্যক্তি।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বর্নালি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে

।তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাযোগে বর্নালি মোড় দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় বর্নালী মোড়ের আমবাগান ক্লাবের বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

জানতে চান, লকডাউনে তিনি কেন বের হয়েছেন? তবে তিনি কোনে জবাব দেন নি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে সামনে যেতে না দিয়ে ফিরিয়ে দিচ্ছিলেন।

এমতাবস্থায় ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে প্রতিবাদস্বরূপ রাস্তার ধারে নামাজ পড়তে শুরু করেন।এ সময় অতিরিক্ত পুলিশ ডাকা হয়। তবে নামাজ শেষ করে বাড়ি ফিরে যান তিনি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।

তবে আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম বলেন, কাউকে তো গ্রেপ্তার করা হচ্ছে না। করোনা মোকাবেলায় সবাইকে শুধু ঘরে থাকার আহবান জানানো হয়েছে। লকডাউন পুরোপুরি কার্যকরের লক্ষ্যেই রিকশাচালক ও জনসাধারণকে বাইরে বের হতে নিরুৎসাহিত করার অংশ হিসেবেই পুলিশ মাঠে কাজ করছে।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top