রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

রমজান উপলক্ষে রাজশাহীতে বিক্রি বেড়েছ টুপি, মেশওয়াক ও তসবিহ


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ১৭:১৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ০৩:৩১

ছবি: প্রতিনিধি

আগামী বুধবার (১৪ এপ্রিল) পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। রমজান মাস আসলেই মুসলিম উম্মার ইবাদত বন্দেগী বেড়ে যায়। বিশেষ করে পবিত্র এই মাসটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদমুখী হয় ।

রমজানের শুরুতেই এই মাস কে উপলক্ষ্ করে রাজশাহীর সাহেব বাজারে টুপি, মেশওয়াক, তসবিহ, আতর, সুরমাসহ ধর্মীয় পুস্তিকা বিক্রি বেড়ে গেছে। দোকানিরা বলছেন, এ মাসে রোজাদার ও মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। তাই টুপি,মেশওয়াক,তসবিহসহ আতর সুরমার কদরও বেড়ে যায় ফলে বেচাকেনা বেশী হয়।

আর সামেন ঈদকে কেন্দ্র করে এসব পণ্যের চাহিদা বেশী থাকে বলে জানান। সাহেব বাজারের ফুটপাতে বসে থাকা বৃদ্ধ ব্যবসায়ী শাহ- আলম জানান, প্রায় ৫০-৫৫ বছর হতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি।

রমজানে এই ব্যবসায় দৈনিক বেচাকেনা দুই আড়াই হাজার টাকা হয়। অন্যান্য সময়ে দৈনিক তিনশত হতে চারশত টাকা ব্যবসা হয়। গত বছর করোনার লকডাউনে ব্যবসা করতে পারিনি।

পুর্লিশ এসে দোকান বন্ধ করে দেয়। এবারও লকডাউন প্রথম রোযা হতে শুরু হবে। তাই ব্যবসা ঠিক মত করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় আছে এই বৃদ্ধ।

সাহেব বাজারের অন্যন্য দোকান গুলোতে ঘুরে দেখা গেছে, নারী পুরুষ উভয়েই টুপি, তসবিহ, মেশওয়াক ক্রয় করছে। দোকানিরা জানান, টুপি ১০ টাকা হতে সর্বোচ্চ ১০০ টাকা দামের বিক্রি হচ্ছে।

জয়তুন কাঁচা মেশওয়াক বেশী চাহিদা এটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন দামের আতর, সুরমা ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান।

 

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top