রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে পাথরের ট্রাকে কোটি টাকার হেরোইন জব্দ


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ০০:৪৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ০৩:১৪

ছবি: সংগৃহীত

রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহারগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে ৯টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।

এসময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে হেরোইনসহ গ্রেপ্তার শহিদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার জেলার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়। এর পর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top