সাংবাদিক রাকিবুল হাসান করোনায় আক্রান্ত

সময় টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ও রাজাশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য রাকিবুল হাসান (রাজিব) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
সাংবাদিক রাজিব জানান, গত কয়েক দিন আগে বিশেষ প্রয়োজনে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে রাজশাহীতে আসলে সিটি করপোরেশনের বাধ্যবাধকতা থাকায় তিনি রামেক হাসপাতালে নমুনা দিলে গত শনিবার রিপোর্টে পজিটিভ আসে।
তিনি আরও জানান, তার শরীরে করোনার কোন উপসর্গ তার ছিলো না। বর্তমানে সাংবাদিক হাসান রাজিব নগরের মহিষ বাথান উত্তর পাড়া এলাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছেন। হাসান রাজিব নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আরপি / এমবি-৬
আপনার মূল্যবান মতামত দিন: