রাজশাহীতে ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

রাজশাহী মহানগরীর হেতম খাঁ বিদ্যুৎ ভবনের সামনে এক আনসার সদস্যের খেলোয়াড়কে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই বন্ধু।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিজানুর রহমানের বাড়ি নগরীর হেতম খাঁ সবজিপাড়া এলাকায়। তিনি টাঙ্গাইলের সখিপুরে আনসার সদস্যের খেলোয়াড় ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন।
এসময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়।তখন হেতম খাঁ এলাকার মাধব নামের এক ব্যক্তি এসে উপর্যপুরি ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে। সে হেতম খাঁ এলাকার মদনের ছেলে। এ নিয়ে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: