রাজশাহীতে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে আলাদা দুটি অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার চারজনেরই বাড়ি নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায়। তারা হলেন- আকাশ ওরফে আক্কার স্ত্রী কাকুলী (২০), সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫), আবদুল মজিদের ছেলে মাসুদ রানা (৩২) এবং তার স্ত্রী ফিরোজা বেগম (২৫)।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাকুলী ও আবুল হোসেনকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া ডিবি পুলিশের আরেকটি দল হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় রাজশাহী কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা ও তার স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়। এই চার মাদক বিক্রেতার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরপি / এমবি-৭
আপনার মূল্যবান মতামত দিন: