রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ভারত-চীন প্রশ্নে বাংলাদেশের চুপ থাকাই উত্তম


প্রকাশিত:
১৯ জুন ২০২০ ১৬:৫৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২২:৪৯

ফাইল ছবি

লাদাখে ভারত-চীনের মধ্যকার সংঘর্ষকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে, তাতে বাংলাদেশের চুপ থাকাই উত্তম বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান।

তিনি বলেন, আপাতদৃষ্টিতে বাংলাদেশ সরকার চুপ থাকার নীতিই অবলম্বন করেছে এবং এটি সময়োপযোগী কৌশল।

ভারত-চীনের মধ্যকার বিবাদমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিৎ, তাই নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যাপক শাহিদুজ্জামান।

তিনি বলেন, ‘ভারত চাইছে লাদাখের ঘটনায় বাংলাদেশ, নেপাল এমনকি পাকিস্তানও চীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করুক। কিন্তু তা হয়নি। এটি বিজিপি সরকারকে অবাক করেছে। জানতে পেরেছি, ভারতের পররাষ্ট্র দফতর নাকি উদ্বেগ প্রকাশ করেছে, বাংলাদেশ কেন ভারতকে সমর্থন করে কথা বলছে না? ভারত এ ব্যাপারে চাপ দিতে পারে। কিন্তু আমাদের শক্ত অবস্থানে থেকে চুপ থাকার নীতি অবলম্বন করতে হবে। আমাদের কোনো পক্ষই সমর্থন করা ঠিক হবে না।’

এই বিশ্লেষক বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনৈতিক এবং তা বৈষম্যের। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নের এবং তা ব্যাপক। নিরাপত্তা ও সামরিক শক্তির সহযোগিতার প্রশ্নে চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বঙ্গোপসাগরে নিরাপত্তার জন্য চীন বাংলাদেশের ভালো বন্ধু। চীন বাংলাদেশকে সাবমেরিন দিয়েছে, যা ভারতকে অবাক করেছে। চীন বাংলাদেশকে ২০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা ভারত চায়নি। ভারত জানে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের মাত্রা কেমন। ভারত এ সম্পর্কে নানাভাবেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উন্নয়ন প্রশ্নে বাংলাদেশকে কোনোভাবেই চীনের সঙ্গ ছাড়া যাবে না। তাতে ভারত যতই মনঃক্ষুণ্ন হোক।’

শাহিদুজ্জামান বলেন, ‘নাগরিক পঞ্জি তৈরি করে মোদি সরকার বাংলাদেশের বড় ক্ষতি করতে চেয়েছিল। কাশ্মীর অবরুদ্ধ করে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষের মনে দাগ কেটেছে। বিজেপি অতিমাত্রায় জাতীয়তাবাদের রাজনীতি করে এ অঞ্চলে অশান্তি সৃষ্টি করেছে, যা বাংলাদেশ সরকারের জন্যও বিব্রতকর। যে কারণে নৈতিক সমর্থনও পাচ্ছে না ভারত। একইভাবে সমর্থন পাবে না পশ্চিমা বিশ্বও। কারণ চীন বিশ্বশক্তি। আর ভারত এখনও আঞ্চলিক শক্তি, যেখানে প্রতিবেশীদের ওপর জুলুম করেছে। এটা ভাবনার বিষয়। না হলে চীনের সমালোচনায় সবাই একাত্মতা প্রকাশ করতো।’

 

আরপি/ এমএএইচ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top