আমানুল্লাহ আমানের লেখা
কবিতা: জাতীয়তাবাদী উকিল

জাতীয়তাবাদী উকিল
আমানুল্লাহ আমান
উকিল তুমি টাকায় বিক্রি
কত লাগে সম্মানী?
আবরার খুনির পাশে তুমি,
দাবি করতে জাতীয়তাবাদী।
শিক্ষিত কাগজকলমে,
মনুষ্যত্ব কতটুকু?
সন্ত্রাসীর পাশে শিল্পী ;
বাঙ্গালী থোরা ভেবে দেখ।
পড়ালেখায় এলএলবি,
জাতীয়তাবাদের মেয়েটির
মনুষ্যত্ব কতখানি?
বহিষ্কারেই দায়সারা
পরের ধাপটি কি?
মন দিয়েছে জাতীয়তাবাদে,
সেটা মুছতে পারবে কি?
পণ্ডিতমশাই বলবে এবার-
টাকা পাবে,পাশে উকিল
তাতে বড় দোষের কি?
দোষের বুঝনা সুশীল তুমি,
সেজন্যই আজ বিচারে ছিঃ!
খুন করেও রেহাই পাবে:
বিনা দোষে সাজা।
ভাগ্যের দোষ নয় এটা,
কৃতকর্মের মজুরী।
টাকা পেলে দিন রাত হয়,
আর রাতকে করে দিন।
টাকার কাছে বিক্রি উকিল,
এটাই বুঝি জাতীয়তাবাদী!
আপনার মূল্যবান মতামত দিন: