রাজশাহী বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


প্রতিদিন ১ কোটি ডলারের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ২১:৫৩

আপডেট:
১৫ জানুয়ারী ২০২৬ ১৬:১৫

ছবি: সংগৃহীত

সংকটের কারণে ইউরোপজুড়ে জ্বালানির দাম যখন আকাশ ছোঁয়া, এরই মধ্যে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্তাদ এনার্জি জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাসক্ষেত্রে প্রতিদিন গড়ে ১ কোটি ডলার মূল্যের ৪.৩৪ মিলিয়ন ঘন ফুট গ্যাস পোড়ানো হচ্ছে। খবর সিএনএনের।

বিশেষজ্ঞরা বলছেন, এ গ্যাস আগে জার্মানিতে রপ্তানি করা হত। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলছেন, রাশিয়া এই গ্যাস পুড়িয়ে ফেলছে কারণ, এটি কোথাও বিক্রি করতে পারছে না।

গ্যাস পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হচ্ছে তাতে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমের পরটোভায়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট থেকে এই গ্যাস আসছে।

জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্ডস্টিম-১ পাইপলাইনের একটি কমপ্রেসর স্টেশনের কাছে এ গ্যাসক্ষেত্র অবস্থিত, যেখান থেকে সমুদ্রের তল দিয়ে জার্মানিতে গ্যাস পাঠাত রাশিয়া।

গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রাশিয়া যন্ত্রিক ত্রুটির কথা বলে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top