রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সবজির বাজারে স্বস্তি


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২১ ০০:৩০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৫:১৮

ফাইল ছবি

সরবরাহ বাড়ায় শীতকালীন সবধরনের সবজির দাম কমেছে রাজশাহীর কাঁচাবাজারে। এদিকে বেড়েছে শীতকালিন সবজির সরবরাহও। এতে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলেছেন, বাজারে সবজির যথেষ্ট সরবরাহ আছে। প্রায় সব সবজির দাম ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেই আছে।

নগরীর সাহেববাজার, মাস্টারপাড়া, কোর্ট বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, আলু ২৪ টাকা, করলা ৪০ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বেগুন ২০ টাকা, টমেটো ৫০ টাকা, পটল ৪০ টাকা, মরিচ ৪০ টাকা, শশা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা পিস, পালং শাক ১৫ টাকা, লাল শাক ১০ থেকে ১৫ টাকা আঁটি, পুইঁশাক ২০ টাকা কেজি, পেঁপে ১৫ থেকে ২০ টাকা কেজি, জলপাই ৩০ থেকে ৪০ টাকা কেজি ও বরবটি ৪০ টাকা কেজি।

সপ্তাহের ব্যবধানে নতুন দেশি আলু বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কাঁচা মরিচ ৮০ থেকে ৪০ টাকা, শুকনো মরিচ ২৫০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০ টাকা ও আদা ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

প্রতিদিনই মাছের বাজারে চাহিদা ও সরবরাহ পর্যাপ্ত বলে জানান মাছ বিক্রেতা সাগর। তিনি বলেন, সামুদ্রিক আর নদীর মাছের দাম সচারাচর বেশি থাকে। বাগ-আইড় মাছ যেগুলো ১০ কেজির বেশি সেগুলো ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

যেগুলো ৫ কেজি ওজনের সেগুলো ৯৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। নদীর ১০ কেজির পাঙ্গাস মাছ ৯০০ টাকা কেজি ও পুকুরের পাঙ্গাস মাছ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ১০ কেজির বোয়াল ৯৫০ টাকা কেজি, মাঝারি সাইজের বোয়াল ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টুনা মাছ ১৭০ টাকা, খুলনার চিংড়ি ৬০০ টাকা, নদীর চিংড়ি ১ হাজার ১০০ টাকা, বিরের চিংড়ি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা কেজি, সিলভার কার্প মাছ ১০০ টাকা কেজি, কৈ ১৮০ টাকা কেজি, শিং মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারে গরুর মাংস ৫৫০ থেকে ৫৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা। ব্রয়রার মুরগি ১৪০ টাকা, সোনালী মুরগি ২৩০ টাকা, লাল লেয়ার মুরগি ২৩০ টাকা, সাদা লেয়ার ২১০ টাকা, পাতি হাঁস ৩০০ টাকা, রাজ হাঁস ৪৫০ টাকা, চিনা হাঁস ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিমের দাম। এ সপ্তাহে ব্রয়লার ২৬-২৮ টাকা হালি, দেশি মুরগি ৩২ থেকে ৩৪ টাকা হালি, কোয়েল পাখি ১০ টাকা হালি ও হাঁসের ডিম ৫৫ টাকা হালি দরে বিক্রি হয়েছে।

মুদির দোকান ঘুরে দেখা যায়, প্রতি কেজি চিনি ৭৬ টাকা কেজি, দেশী চিনি ৮২ টাকা কেজি , সোয়াবিন তেল ১৩০-১৪০ টাকা, এলসি মশুর ডাল ৯০ টাকা, দেশি মশুর ডাল ১০০ টাকা, ফাটা মশুর ডাল ৮০ টাকা, দেশি বুট ডাল ১১০ টাকা, বিদেশি বুট ডাল ৮০ টাকা, গোটা বুট ৮০ টাকা, খেশারি ডাল ৬০-৭০ টাকা, এ্যাংকার ডাল ৪৪ টাকা, সোনা মুগ ১৪০ টাকা, দেশি মুগ ১০০ টাকা, মটর ডাল ১০০ টাকা, নতুন কালাই ডাল ১৩০ টাকা, গোটা মটর ৫০ টাকা, মিনিকেট চাল ৬০ থেকে ৬২ টাকা, আঠাশ চাল ৫২ থেকে ৫৬ টাকা, শরণা চাল ৪৫ টাকা, পারিজা চাল ৫০ টাকা, আতব চাল ৯০ টাকা, ছোলা ৮০ টাকা, আটা ৩৩ টাকা, প্যাকেট আটা ৪০ টাকা, কালাই আটা ১১৫ টাকা, খেসারি বেশন ৯০ টাকা, বুটের বেশন ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

আরপি/ এমএএইচ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top