রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


মামুনুলের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ থেকে বহিষ্কার


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ০১:৩০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:৩৬

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মারজানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রা‌তে বাংলা‌দেশ ছাত্রলীগের সভাপতি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন জানান, ‌ফেসবুকে ফয়েজের উগ্রপন্থি এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি পোস্ট দেখে জেলা থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বহিষ্কারের প্রস্তাব পাঠানো হয়।

তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। দলের এমন দায়িত্বশীল পদে থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়া এবং ছাত্রলীগের কর্মীদের অসম্মান করার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top