রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাবিতে চারুকলার চল্লিশ বছর পূর্তি উৎসব শুরু


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৯ ০৫:০৮

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:৩৬

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের দুই দিনব্যাপী চল্লিশ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্ত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

চারুকলা অনুষদের ডীন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক বলেন, ‘ইতিহাস হয় না, ইতিহাস লেখার চেষ্টা করা ঠিক নয়। কারণ ইতিহাস লিখতে গিয়ে অনেক ইতিহাস বাদ পড়ে ও অবান্তর কথা তার মধ্যে ঢুকবেই।’ তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি মাউন্ট এভারেস্টে উঠতে হয় তাহলে একেবারেই নিচের সিঁড়িতে পা দিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘দার্শনিকদের মতে ছবি আঁকা হচ্ছে একটা ইমিটেশন। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি তার মধ্যে যেটুকু ঘাটতি আছে সেটি কিন্তু ছবিতে আরও উজ্জ্বল হয়ে উঠবে। কোনো একটা দৃশ্যপটকে উজ্জ্বলভাবে প্রকাশ করা হচ্ছে চিত্রকলা। রবীন্দ্রনাথ এ চিত্রকলা সম্পর্কে বলছেন যে, মনের ভাব মানুষের গভীরে থাকলেও সেটি যখন কবিতায় লিখে বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যায় না তখন ছবির মাধ্যমে সেটি প্রকাশ করা সম্ভব।’

চারুকলা অনুষদের শিক্ষক তাহমিদুর রহমান ও প্রাক্তন শিক্ষার্থী তাসফিয়া সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী তরুণ ঘোষ, অনুষদের প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে চারুকলা অনুষদ থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর চারুকলা চত্বরে প্রাক্তন শিক্ষক, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও শিল্পী-সাহিত্যিকেরা স্মৃতিচারণ করেন। বিকেলে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়। শনিবার সকালে জাদু প্রদর্শনী, বৃন্দ উপস্থাপন, বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে বাউল গানের মাধ্যমে দুই দিনব্যাপী উৎসব শেষ হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top