বসন্তে ভালোবাসায় মেতেছে রাজশাহী কলেজ

‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে...’ কবিগুরুর এ গানের সুর এখন বাজছে যেন প্রকৃতিতে। সেই সুর আবার বুঝি ঢেউ তুলেছে দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ ক্যাম্পাসে। বসন্তবরণ উৎসবের পাশাপাশি বাড়তি বিশেষণ যেন যোগ করছে ভালোবাসা দিবস।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই হলুদ ও লাল শাড়ি, পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস। বিশেষ করে রবীন্দ্র-নজরুল চত্বর, স্বাধীনতা চত্বর, রাষ্টবিজ্ঞান ভবন চত্বর কামারুজ্জামান ভবন চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণ।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কলেজের বিভিন্ন চত্বরে কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে, কেউবা পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করেছে বসন্ত আর ভালোবাসার শুভেচ্ছা। গল্প-আড্ডায় ব্যস্ত সময় পার করছেন। শুধু কলেজের শিক্ষার্থীরা নয়, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীর আগমন ঘটেছে।
ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা সবার মরমে পৌঁছে দিতে রাজশাহী কলেজ সাহিত্য ও সংস্কৃতিক কমিটির আয়োজনে সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার, কুমারপাড়া, জিরো পয়েন্টে প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় কামারুজ্জামান ভবন চত্বরে বসন্ত কথন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সঙ্গে দিনব্যাপী পিঠামেলা আয়োজন সহযোগিতা করে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রাজশাহী কলেজ ইউনিট। এ ছাড়াও রাজশাহী কলেজ এথিকস ক্লাবের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ, রাজশাহী কলেজ ডিবেটিং ক্লাব আয়োজন করে রম্য বিতর্ক অনুষ্ঠান ও রাজশাহী কলেজ রোট্যারাক্ট ক্লাব মেহেদি উৎসবের আয়োজন করে।
ক্যাম্পাসে প্রথমবারে মতো বসন্তবরণ উৎসবে মেতে উঠে নবীন শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আলাদা প্রাণচাঞ্চল্য। তাদেরই একজন পরিসংখ্যান বিভাগের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আঞ্জুম অনিকা। দেখা গেল লাল শাড়ি আর খোপায় ফুল নিয়ে ছবি তুলতে। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘বসন্তবরণে ক্যাম্পাসে ঘুরতে খুব ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিচ্ছি। মজাও হচ্ছে অনেক।’
রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রত্যেকটির সমান গুরুত্ব। রাজশাহী কলেজ প্রতিবছরই বসন্তবরণ উৎসবের আয়োজন করে থাকে। শিক্ষার্থীরাও বিপুল আগ্রহে দিনটিকে বরণ করে নেয়।
আরপি/এমএইচ
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: