রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাবিতে জীবপ্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২২ ০৯:৫০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০১

ছবি: প্রশিক্ষণ কর্মশালা

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে কৃষিতে আধুনিক জীবপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে মাইক্রোবায়োলজি বিভাগের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এবং ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে বাংলাদেশে এগ্রো-বায়োটেকনোলজির প্রয়োগ সম্পর্কে মৌখিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজশাহী বায়োসায়েন্স ইন্সটিটিউটের পরিচালক হাফিজুর রহমান। কমিউনিকেশন সায়েন্স বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মিং ফিউচার বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন। বায়োসেফিটি সম্পর্কিত বাংলাদেশের নীতি ও বিধি-নিয়ম নিয়ে উপস্থাপনা করেন ফারুক হাসান।

কৃষি উদ্ভাবন শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ শিকদার। এরপর প্যানেলিস্টদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাপনী পর্ব পরিচালনা করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজশাহী বায়োসায়েন্স ইন্সটিটিউটের পরিচালক ড. এফএম আলী হায়দার।

প্রসঙ্গত, বিজ্ঞান ও কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কৃষি জীবপ্রযুক্তিসহ আধুনিক উদ্ভাবনের প্রাপ্যতা বাড়িয়ে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে ফার্মিং ফিউচার বাংলাদেশ। এতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ‘অ্যালায়েন্স ফর সাইন্স’ এই কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করছে।

দিনব্যাপি এই প্রশিক্ষণে রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top