রাবিতে মারধরের ঘটনায় সাংবাদিকদের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ‘অতিসত্বর’ প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখনও কাজ শুরু করেনি তদন্ত কমিটি। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ক্যাম্পাসের সাংবাদিকরা।
রোববার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হওয়া সাংবাদিকদের মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।
কর্মসূচি থেকে সাংবাদিকরা তিন দাবি তুলে ধরেন—
এক, গত ২৯ মে মাদার বখশ হলে বিডি মর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ওই হলের প্রাধ্যক্ষ ড. শামীম হোসেনের দায়িত্ব অবহেলার জন্য অব্যহতি দেওয়া।
দুই, গত ২৯ মে মাদার বখশ হলে মারধরের ঘটনায় জড়িত হল ছাত্রলীগের সহ-সভাপতি কাজলের ছাত্রত্ব বাতিল করা।
তিন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের দখলদারত্ব ও সিটবাণিজ্য বন্ধে প্রশাসনের সুনির্দিষ্ট রুপরেখা তৈরি করা।
প্রসঙ্গত, গত ২৯ মে মাদার বখশ হলে বিডি মর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের গিয়াসউদ্দিন কাজল। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। ওই ঘটনার পর কাজলকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
এসময় তারা হল প্রাধ্যক্ষ ড. শামীম হোসেনের দায়িত্ব অবহেলার জন্য তার পদত্যাগ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মে ছাত্রলীগের কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
আরপি/এসআর-০৭
বিষয়: রাবি অবস্থান কর্মসূচি মাদার বখশ হল
আপনার মূল্যবান মতামত দিন: