রাজশাহী কলেজে পপুলার সাইন্স লেকচার অনুষ্ঠিত
রাজশাহী কলেজে ‘কৃত্রিম উপগ্রহ-বাংলাদেশে প্রবেশ' শীর্ষক সাইন্স লেকচার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব সাইন্সে'র কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম।
কলেজের পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস'র ফেলো, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. একেএম আজহারুল ইসলাম। এসময় তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের চিন্তা চেতনাকে বিকশিত করতে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজ পর্যায়ে রাজশাহী কলেজেই প্রথম এই অনুষ্ঠানের আয়োজনা করায় আয়োজকদের ধন্যবাদও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস'র ডিরেক্টর ড. এম আব্দুল মাজেদ, ডেপুটি ডিরেক্টর ড. সামিউল হক, আইসিটি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের প্রফেসর ড. শামস বিন তারিক, প্রফেসর সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূ-স্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। ২০১৮ সালের ১১ মে যেটি উৎক্ষেপণের মধ্য দিয়ে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় ৫৭ তম স্থান করে নেয় বাংলাদেশ।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: