রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


ছেলেদের পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি চেয়ে অভিভাবকদের আকুতি


প্রকাশিত:
১৩ জুন ২০২১ ২৩:০৮

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৩:০১

ছবি: সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কারাবন্দি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার যথাযথ ব্যবস্থা নিশ্চিতের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাদের অভিভাবকরা। সংবাদ সম্মেলন শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

কারাবন্দি শিক্ষার্থীরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বিন ইয়ামীন মোল্লা, আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আখতার হোসেন ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।

রোববার (১৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন- সংগঠনের ঢাবি শাখার দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের পিতা হাফেজ আলমগীর হোসেন; সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লার পিতা রফিকুল ইসলাম মোল্লা এবং মাতা হাসিনা বেগম। এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এ অভিভাবকদের।

সংবাদ সম্মেলনে অভিভাবকরা বলেন, আমাদের ছেলেরা একেকজন দেশের একেকটি অঞ্চল থেকে উঠে এসে এ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পরিবারহীন শহরে তাদের প্রাতিষ্ঠানিক অভিভাবক এ বিশ্ববিদ্যালয়। কারাবন্দি তিন শিক্ষার্থীর জামিন আবেদন করা হলেও নিম্ন আদালত তা নামঞ্জুর করেছেন। করোনা পরিস্থিতির কারণে উচ্চ আদালতের শরণাপন্ন হতেও বেশ বেগ পেতে হচ্ছে৷

বিভিন্ন বিভাগের অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হচ্ছে। আগামী মাসেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আমাদের সন্তানরা তাদের চূড়ান্ত পরীক্ষাগুলো কারাগার থেকে হলেও অংশগ্রহণ করতে ইচ্ছুক। মিথ্যা মামলার কারণে তারা শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে চায় না। তারা পরীক্ষায় অংশগ্রহণপূর্বক তাদের শিক্ষার অধিকারটুকু চায়৷

ঢাবি কর্তৃপক্ষের উদ্দেশে তারা বলেন, তিনটি বিভাগের আসন্ন চূড়ান্ত পরীক্ষাগুলোতে আমাদের সন্তানদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি যথাযথ পদক্ষেপ নিতে আপনার কাছে বিনীত অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সন্তানদের পরীক্ষা গ্রহণে সম্মত হলে, আমরা আদালতের কাছে কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আবেদন পেশ করব। আশা করি, প্রশাসন আমাদের নির্যাতিত সন্তানদেরকে শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে দেবে না।

সংবাদ সম্মেলনে অভিভাবকরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, আমাদের ছেলেরা কারও ক্ষতি করেনি, শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা আজ কারাবন্দি। উপাচার্যের কাছে অনুরোধ আপনি দয়া-মায়া ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে আমাদের সন্তানদের অন্তত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। পিতা-মাতা হিসেবে বিনাদোষে ছেলেদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ আমরা আর সহ্য করতে পারছি না।

সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে কারাবন্দি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। আদালত যদি তাদের জামিন দেয়, তাহলে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top