রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) আবেদন শুরু


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৫:৫৬

সংগৃহিত

কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’ সম্মাননা দেয়া হয়েছে। ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা প্রণীত হয়েছে। তার আলোকে প্রথমবার ২০২০ সাল থেকে দেয়া হয়েছে এ সম্মাননা। ২০২০ সালে এআইপি হয়েছেন ১৩ জন। একই ধারাবাহিকতায় ২০২১ সালের জন্যও এআইপি আবেদন শুরু হয়েছে।

কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা ২০১৯ অনুযায়ী কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নির্বাচনের নিমিত্তে পুন:আবেদন আহ্বান করা হচ্ছে। গত রোববার (২৮ আগস্ট ২০২২) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) আবেদন করতে পারবেন বেশ কিছু ক্যাটাগরির কৃষকরা। তবে এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

পড়তে পারেন: প্রথমবার কৃষিক্ষেত্রে এআইপি পাচ্ছেন ১৩ জন

সিআইপি নীতিমালা অনুযায়ী নির্ধারিত বিভাগসমূহ তে (এআইপি) নির্বাচন করা হবে:

১. কৃষি উদ্ভাবন প্রযুক্তি

২. কৃষি উৎপাদন/ বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প

৩. রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন

৪. স্বীকৃত বা সরকার কতৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন

৫. বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক প্রাপ্ত

পড়তে পারেন: কৃষিতে এআইপি’র আবেদন শুরু, যেভাবে করবেন

আবেদনের সময়সীমা: উপজেলা কমিটির নিকট আবেদন দাখিল বাছাইকরণ এর তফসিল জেলা কমিটির নিকট নির্ধারিত ফরমে আবেদন দাখিলের সর্বশেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২২।

উপজেলা কমিটি কর্তৃক আবেদন বাছাই পূর্বক জেলা কমিটির নিকট প্রেরণ সর্বশেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২।জেলা কমিটি কর্তৃক আবেদন বাছাই পূর্বক আবেদন কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ এর সর্বশেষ তারিখ ৬ অক্টোবর ২০২২।

এছাড়া সিআইপি ২০২১ নির্বাচনের নিমিত্ত নির্ধারিত আবেদন ফরম ও নীতিমালা ২০১৯ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.moa.gov.bd/, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট http://www.dae.portal.gov.bd/ এবং কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট http://www.ais.gov.bd/ হতে পাওয়া যাবে।

এছাড়া এ আইপি ২০২১ এর নির্ধারিত আবেদন ফরম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল জেলা কার্যালয় ও সকল উপজেলা কৃষি অফিসারের কার্যালয় পাওয়া যাবে। আবেদনপত্র সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দাখিল করতে হবে।

২০২০ এ এআইপি যারো হয়েছেন। কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিভাগে সম্মাননার জন্য নির্বাচিতরা হলেন নাটোরের দৃষ্টান্ত এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির মো. সেলিম রেজা, ঠাকুরগাঁওয়ের মো. মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, ঝালকাঠির শা ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ফার্মের মো. মাহফুজুর রহমান, পিরোজপুরের জাগো কেঁচো সার উৎপাদন খামারের মো. বদরুল হায়দার বেপারী, পটুয়াখালীর নুর জাহান গার্ডেনের মো. শাহবাজ হোসেন খান এবং কুমিল্লার বিছমিল্লাহ মত্স্য বীজ উৎপাদন কেন্দ্র ও খামারের মো. সামছুদ্দিন (কালু)।

স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন বিভাগে সম্মাননা পাবেন নওগাঁর শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের জাহাঙ্গীর আলম শাহ। বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্ত বিভাগে নির্বাচিত হন পাবনার নুরুন্নাহার কৃষি খামারের মোছা. নুরুন্নাহার বেগম এবং মা-মণি কৃষি খামারের মো. শাহজাহান আলী বাদশা।

আরপি/ এসএইচ ১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top