রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


শীতে চুলের রুক্ষতা দূর করতে ঘরোয়া সমাধান


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৭

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৮

ছবি: সংগৃহীত

শীত এলেই খুশকি সমস্যাসহ দেখা দেয় চুলের রুক্ষতা। সারাবছরই সবাই কমবেশি চুলের যত্ন নেয় কিন্তু শীতে চাই বাড়তি যত্ন। তাছাড়া চুল কি করে ভলো থাকে!

অনেক সময় দেয়া যায় চুলের গোড়া ফেটে যায় ও চুলের গোড়ায় খুশকি জমে। তাই অতিরিক্ত চুল পড়তে দেখা যায়। এসব সমস্যা দূর আপনি ঘরে বসেই করতে পারেন।

আসুন জেনে নিই শীতে চুলের যত্নে কী করবেন?

১. পেঁয়াজের রস, কালোজিরা ও নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। এভাবে এক মাস ব্যবহার করুন।

২. চুলের গোড়া ফেটে গেলে গরম পানিতে তেজপাতা দেয়ার পর পানি লাল হয়ে গেলে এটি ঠাণ্ডা করে মাথায় শ্যাম্পু করার পর দিয়ে চুল ধুলে ফেলুন।

৩. ডিমের সাদা অংশ, টকদই ও অ্যালোভেরার জেল একসঙ্গে পেস্ট করে সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করুন।

৪. শীতকালীন শাকসবজি ও ফল খাবারের তালিকায় রাখুন। প্রচুর পরিমাণে পানি পান করুন।
৫. শীতে চুলে রুক্ষতা দেখা দেয়। তাই চুলের যত্নে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে তেল দেয়া আবশ্যক।

৬. চুলের গোড়ায় খুশকি দূর করতে গোসলের আধাঘণ্টা আগে হালকা গরম তেল চুলের গোড়ায় লাগিয়ে গোসল করে ফেলুন।

৭. চুল দিনে দুই থেকে তিনবার আঁচড়ে নিন চিরুনি দিয়ে। এতে চুল পরিষ্কার থাকে এ সময়ের ধুলাবালি থেকে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top