রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দাম কমে পেঁয়াজের কেজি ১০০ টাকা


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২০ ০০:১০

আপডেট:
১৮ জানুয়ারী ২০২০ ১০:৪৩

ছবি: সংগৃহীত

রাজশাহীতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল ১২০-১৩০ টাকা কেজি দরে। এ সপ্তাহে দাম কমে পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে ১০০ টাকায়। বাজারে দেশি পেঁয়াজের আমদানি হওয়ায় কমছে দাম- এমনটা বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে, পেঁয়াজের দাম কমতে থাকায় খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট নন ক্রেতারা। চলমান দামের অর্ধেকের নিচে নামুক পেঁয়াজের বাজার এমন চাওয়া ক্রেতা-সাধারণের। শুক্রবার নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারে ফুলকপি কেজি প্রতি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা পিস, শিম ৩৫-৪০ টাকা, মুলা ১০-১৫ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও প্রতিকেজি আলু ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, লাউ ৪০ টাকা পিস, কলা ২০ টাকা হালি, কচুর লতি ২৫-২৫ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, ওল ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, কেশর আলু ১৫-২০ টাকা, লেবু ১৫-২০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও লাল শাক, সবুজ শাক, কলমি শাকসহ প্রায় সবধরনের শাক বিক্রি হয়েছে ১৫-২০ টাকা দরে।

অন্যদিকে, রসুন ১৬০-১৮০ টাকা, আদা ১৬০ টাকা, প্রতিহালি সাদা ডিম ২৮ টাকা ও লাল ডিম ৩২ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও ভোজ্য তেলের মধ্যে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮৮-৯৫ টাকা, বোতলজাত তেল ১১০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।

মোটামুটি অপরিবর্তিত রয়েছে চালের বাজার। প্রতিকেজি মিনিকেট ৫০ টাকা, আটাশ ৪০/৪২-৪৫ টাকা, জিরাশাল ৪৫-৫০ টাকা, বাসমতি ৫৫-৬০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ৭৫ টাকা, মিনিকেট ৫০-৫৫ টাকা, বাসমতি ৫৫-৬০ টাকা, পায়জাম ৬০ টাকা, কালোজিরা ৮৫ টাকা, স্বর্ণা ৩০-৩৫ টাকা, কালজিরা পোলাও ৮০-৯০ টাকা ও চিনিগুড়া আতপ ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

মাছের বাজারে রকমভেদে দাম উঠানামা করতে দেখা গেছে। বাজারে ইলিশ ৭০০-৮০০ টাকা, রুই মাছ ওজনভেদে ১৮০-৩৫০ টাকা, মিড়কা ১৩০-১৪০ টাকা, আইকড় ২৪০-২৫০ টাকা, বাটা ১৮০-২০০ টাকা, কালবাউস ৩৩০-৩৫০ টাকা, ট্যাংরা ৪৮০-৫০০ টাকা, সিলভার কার্প রকমভেদে ১৪০-২২০ টাকা, পাঙ্গাশ ১২০-১৩০ টাকা, চিংড়ি ৫২০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, কাতল ওজনভেদে ৩৫০-৪০০ টাকা ও বোয়াল ৬০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এদিকে উঠানামা করেছে মাংসের দাম। বাজারে প্রতিকেজি গরুর মাংস ৫০০-৫৫০ টাকা, খাঁশি ৭০০-৭৫০ টাকা, পোল্ট্রি ১১০-১২০ টাকা, হাঁস ২৭০ টাকা, সাদা লেয়ার ১৪০ টাকা, লাল লেয়ার ১৮০ টাকা, সোনালী মুরগি ১৯০ টাকা ও দেশি মুরগি ৩৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top