রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


এক লাখ টন ইউরিয়া-ডিএপি সার কিনছে সরকার


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ০৫:৪২

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৯:০২

সংগৃহিত

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন সার কেনার তিনটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ে কমিটির বৈঠকে ইউরিয়া সার কিনতে শিল্প মন্ত্রণালয়ের দুটি এবং ডিএপি সার কিনতে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর দাম পড়বে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা। প্রতি টন ইউরিয়ার দাম পড়বে ৬৩২ ডলার।

এর আগে সর্বশেষ ৬৭৮ ডলার ডলার দরে ইউরিয়া কেনা হয়। ফলে আগের তুলনায় প্রায় ৪৬ ডলার কম দামে সার কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সাঈদ মাহবুব আরও জানান, বিসিআইসির অন্য প্রস্তাবে কাতারের মুনতাজাত নামে এক প্রতিষ্ঠানের কাছ থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রেও আগের তুলনায় ৪৬ ডলার কমে কেনার প্রস্তাব এসেছে এবং প্রতি টনে ৪৬ ডলার সাশ্রয় হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি ) প্রস্তাবে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরবের মায়দেন নামের প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ডিএপির দাম পড়ছে ৭২৬ দশমিক ৫০ ডলার। যা এর আগে কেনা হয়েছিল ৮৬৬ ডলারে। ১৪০ ডলার কমে এবারের প্রস্তাব এসেছে।

প্রসঙ্গত, কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ টন। ডিএপির চাহিদা প্রায় ১৬ লাখ টন। ডিলার পর্যায়ে ইউরিয়ার নির্ধারিত দর ২০ টাকা এবং খুচরা পর্যায়ে ২২ টাকা। ডিএপি সারের দাম প্রতিকেজি ১৬ টাকা।
এদিকে অনুমোদিত ইউরিয়া সার কেনার দুটি প্রস্তাবেই প্রতি কেজি সারের দাম পড়ছে ৬৮ টাকা ২৪ পয়সা। সারের বাড়তি দামের খরচ মেটাতে সরকারকে বড় অংকের ভর্তুকি দিতে হচ্ছে।

আরপি/ এসএইচ ১১


বিষয়: সরকার সার


আপনার মূল্যবান মতামত দিন:

Top