রাজশাহী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা-পাকিস্তান,নিরাপদে বাংলাদেশ


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২২ ০৬:০৭

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০৫:০০

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২২-২৩) মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ প্রবৃদ্ধি অর্জনে বিপদে থাকলেও বাংলাদেশ নিরাপদ জায়গায়ই অবস্থান করছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ। যদিও চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি থেকে বিশ্বব্যাংক প্রবৃদ্ধি কম দেখিয়েছে। তবে দক্ষিণ এশীয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকবে বলে জানায় সংস্থাটি।

বিশ্বব্যাংক আরও জানায়, দক্ষিণ এশীয়ায় প্রবৃদ্ধি অর্জনে শীর্ষে রয়েছে মালদ্বীপ ৮ দশমিক ১ শতাংশ, এরপরেই ভারত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। অন্যদিকে, চলতি অর্থবছরে শ্রীলঙ্কা ঋণাত্মক (মাইনাস) ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। শ্রীলঙ্কার থেকে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান, ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। এছাড়া, একই সময়ে ভুটান ৪ দশমিক ১ শতাংশ, নেপাল ৫ দশমিক ১ এবং পাকিস্তান মাত্র ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

আরপি/এসএডি-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top