রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


রাজশাহীতে

পেঁয়াজের দাম বেড়ে ১৪৫ টাকা, সবজির বাজারে স্বস্তি


প্রকাশিত:
২ নভেম্বর ২০১৯ ০৯:০৭

আপডেট:
২ নভেম্বর ২০১৯ ০৯:৩২

প্রতিকী ছবি

রাজশাহী শহরে বাজারগুলোতে কাঁচাসবজির দাম কিছু কমলেও আস্তে আস্তে বেড়েই চলছে পেঁয়াজের দাম। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমতি দামেই বিক্রয় হচ্ছে অধকিাংশ সবজি। এদিকে আবারও বহুল আলোচতি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। কয়কে সপ্তাহ আগে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ১১০-১২০ টাকা দরে বিক্রি হয়েছেলি। চলতি সপ্তাহে আবারও বৃদ্ধি পেয়েছে পেঁয়াজরে দাম। শুক্রবার নগরীর বভিন্নি কাঁচাবাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১১০-১২০ টাকা। তা বৃদ্ধি পেয়ে ১৩৫-১৪৫ টাকা দরে বিক্রি হয়েছে। বিক্রেতারা জানিয়েছেন নতুন সবজি বাজারে আমদানী বেশি হচ্ছে। তাই দাম কমেছে সবজির। অন্যদিকে, ক্রমাগত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম হওয়ায় সন্তোষ প্রকাশ করছেনে ক্রেতারা।

বাজারে ফুলকপি কেজি প্রতি ৩৫-৪০টাকা, মুলো ২০-৩০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও প্রতিকেজি আলু ২২-২৪ টাকা, ঢেড়স ২৫-৩৫ টাকা, পটল ৩৫-৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৮০-১২০ টাকা, মরিচ ৪০-৫০ টাকা, পেঁপে ১০-১৫ টাকা, জালি কুমড়ো ২০-২৫ টাকা পিস, কলা ১৬-২০ টাকা, গাজর ১০০ টাকা, টমেটো ১২০-১৪০, শিম ৮০-১০০ টাকা, শসা রকমভেদে ৩৫-৪০/৫০-৬০ টাকা ও মিস্টি কুমড়া ৩০-৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।

এদিকে লাল শাক, সবুজ শাক, কলমি শাকসহ প্রায় সবধরনরে শাক প্রায় ১০-১৫ টাকা দরে বিক্রি হয়েছে।

অন্যদিকে, রসুন ১৫০-১৫৫ টাকা, দেশি রসুন ১৬০-১৭০ টাকা, আদা ১৪০-১৬০ টাকা, প্রতিহালি সাদা ডিম ২৮ টাকা ও লাল ডিম ৩২ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও ভোজ্য তলেরে মধ্যে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮০-৯০ টাকা, বোতলজাত তেল ১০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।

মাছের বাজারে রকমভেদে দাম উঠানামা করতে দেখা গেছে। বাজারে রকমভেদে ইলিশ ৭০০-৯০০ টাকা, সিলভার র্কাপ ১৩০ টাকা, বাঘাইড় ৯০০-১০০০ টাকা, পাঙ্গাশ ১০০-১২০ টাকা, চিংড়ি ও গলদা চিংড়ি ৪৮০/৭০০ টাকা, পাবদা ২৮০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও রুই ওজনভেদে প্রতিকেজি ১৬০-১৮০/২০০ টাকা, কাতল ৪০০-৫০০ টাকা, তেলাপুয়া ১৩০-১৪০ টাকা, কৈ ১৪০ টাকা, মোয়া ৪০০ টাকা, শিং ৪০০-৪৫০ টাকা, ট্যাংরা ৫০০-৬০০ টাকা ও বোয়াল ৮০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

এদিকে সকল ধরনের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি গরুর মাংস ৫২০-৫৫০ টাকা, খাঁশি ৭০০-৭৫০ টাকা, পোল্ট্রি ১২৫ টাকা, হাঁস ২৮০ টাকা, লেয়ার ২০০ টাকা, সোনালী মুরগি ২২০ টাকা ও দেশি মুরগি ৩৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

চালের বাজারে প্রতিকেজি মিনিকেট ৪৫ টাকা, আটাশ ৪০/৪২-৪৫ টাকা, জিরাশাইল ৪৫-৫০ টাকা, বাসমতি ৫২-৫৫ টাকা, কাটারিভোগ সিদ্ধ ৬০ টাকা, মিনিকেট ৫০-৫৫ টাকা, পায়জাম ৬০টাকা, কালোজিরা ৮০ টাকা, স্বর্ণা ৩০-৩৫ টাকা, কালজিরা পোলাও ৮০-৯০ টাকা ও চিনিগুড়া আতপ ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top