রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

নারীদের অবদানে দেশে আর কেউ পুষ্ঠিহীনতায় ভোগে না : শাজাহান খান


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২১ ০১:০০

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০২:১৬

ছবি: সংগৃহীত

নারীরা গবাদিপশু পালন ও শাকসবজির চাষের মাধ্যমে দেশের মানুষের পুষ্টিচাহিদা মেটাচ্ছে, এজন্য দেশের আর কেউ পুষ্টিহীনতায় ভোগে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর সীমান্ত নোঙ্গর বিজিবি ইদগাঁহ মাঠে অনুষ্ঠিত নারী উদ্যোক্তাদের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, সমাজকে প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। নারীকে ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। গ্রামে-গঞ্জে নারীরা গরু-ছাগল, হাঁস-মুরগী পালন, খালি জায়গায় বিভিন্ন জাতের শাক-সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে। শহর অঞ্চলে এখন অনেকে ঘরের ছাদে বিভিন্ন ফলের চাষ করে উপার্জন করছে। দেশে এখন আর কেউ পুষ্টিহীনতায় ভোগে না। নারীদের এই সাফল্যের কারণে দেশও এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে আজ নারীরা প্রতিষ্ঠিত। দেশে এখন অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। নারীরা যাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য সরকার ঋণের ব্যবস্থা করছে। নানা প্রতিবন্ধকতার মাঝেও নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের ছোট করে দেখার আর সুযোগ নেই।

সাবেক এই নৌ পরিবহন মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন বিশে^র বিস্ময়। এক সময় বাংলাদেশ ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ এর মত দুর্যোগ পরিস্থিতিতেও এদেশের উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সরকার জনগণের আস্থা অর্জন করেছে বলেই তা সম্ভব হয়েছে।

শাজাহান খান বলেন, যারা জনগণকে কিছু দিতে জানে না, দেশের উন্নয়নে বিশ^াস করে না, জনগণের কল্যাণ চায় না, করোনা ভ্যাকসিন নিয়ে অহেতুক মিথ্যাচার করছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর সুষ্ঠু পরিকল্পনার ফলে করোনা পরিস্থিতিতে বিশে^র অন্যান্য দেশের চেয়ে আমাদের অবস্থান ভালো।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তার খোঁজে প্রতিষ্ঠানের চেয়ারম্যান উর্মি রহমানের সভাপতিত্বে এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, কর্মসংস্থান ব্যাংকের সহকারী পরিচালক সালেহ মো. সিরাজুল সালেকিন, বাংলাদেশ ইউমেনের প্রধান মনিরা মতিন জোনাকিসহ নারী উদ্যোক্তাদের খোঁজে সংগঠনের কর্মকর্তা ও রাজশাহী বিভাগের নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে শাজাহান খান রাজশাহী নওদাপাড়া বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

 

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top