রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

অনুকূল আবহওয়া, আলু নিয়ে আশায় চাষিরা


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২১ ২২:৪৮

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০২:০৪

ছবি: সংগৃহীত

দিনে পরিমিত রোদ ও রাতের কুয়াশা। নেই পোকা, ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণ। সর্বোপরি এ বছর আলু চাষে অনুকূল আবহাওয়া থাকায় ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিসহ সংশ্লিষ্ট দপ্তর।

লাভের আশা নিয়ে এখন আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষী। এছাড়া আলু ক্ষেত পরিদর্শনে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে কৃষি অফিসের কর্মকর্তাদের।

এ বছর রাজশাহীতে ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার হেক্টরের বেশি জমিতে আলুর আবাদ হয়েছে।

প্রতি হেক্টরে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ দশমিক ৮৬ মেট্রিক টন। সর্বোমোট ৯ লাখ ৬৬ হাজার ৯৬০ মেট্রিক টন।

এ লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর অধিক উৎপাদন হবে বলে আশা করছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর।

পবা উপজেলার মধুপুর এলাকার আলুচাষি সাবিয়ার আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে এবার আলু চাষ করেছেন। শুরু থেকে এবার যেন ভাগ্য সহায়। আলু গাছের চেহারা অনেক ভালো। এখন পর্যন্ত আবহাওয়ার কোনও বিরূপ প্রতিক্রিয়া হয়নি। 

মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আনিস বলেন, আমি প্রতিবছর তিন থেকে চার বিঘা জমিতে আলু চাষ করি। গত বছরের আলুর ভালো দাম পাওয়ায় এবছর প্রায় ছয় বিঘা জমিতে আলু চাষ করেছি। আমার জমির আলু গাছ এখন পর্যন্ত ভালো আছে।

একইরকম কথা বলেন মোহনপুর উপজেলার থেকে তানোর চিমনা মাঠে আলু করতে আসা একরামুল হক, হাতিশাইল মাঠের আমিনুল ইসলাম, প্রানপুর গ্রামের জাকির হোসেন সুমন, মোহর গ্রামের সোহেল রানা, তানোরে পৌর সদরের আশরাফুল ইসলাম, এনামুল হক, এমদাদুল ইসলাম, আলাউদ্দিন আবদুস সালামসহ আরও অনেকে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাকছুল হক জানান, এ বছর রাজশাহীতে আলু আবাদের উপযোগী আবহাওয়া রয়েছে। দিনে পরিমিত রোদ পড়ছে। আবার রাতে কুয়াশা। এতে আলু গাছের গ্রোথ ভালো। এছাড়া এখন পর্যন্ত ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ দেখা যায়নি। আশা করছি এবার আলুর উৎপাদন ভালো হবে।

 

 

আরপি/ এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top