রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে এক বছরে ৩৪৮ নারী-শিশু নির্যাতনের শিকার


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২১ ০১:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৪

প্রতিকী ছবি

রাজশাহী মহানগর ও জেলায় গত এক বছরে ৩৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। রাজশাহী জেলায় নারী ও শিশুদের উন্নয়নে কাজ করছে লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। লফস বলছে, ২০২০ সালে রাজশাহীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩০ জন নারী ও শিশু। এছাড়া নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৬২ জন।

এর বাইরে আত্মহত্যা চেষ্টা করেছেন ১১ জন, ধর্ষণের শিকার ৫৭ জন, যৌন নির্যাতন ৩১ জন, অন্যভাবে নির্যাতন ৯৯ জন, পর্নোগ্রাফির শিকার আটজন, এসিড সন্ত্রাসের শিকার পাঁচজন, নিখোঁজ ও অপহরণ ২২ জন এবং আহত হয়েছেন ২৩ জন নারী ও শিশু। ২০২০ সালের জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হিসাব রাখা হয়েছে।

লফস মনে করে, যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল নারী ও শিশু নির্যাতনকে করেছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে।

অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। ওই বছর নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনায় মামলা ও বিচার হয়েছে। কিন্তু অপরাধ কমছে না। দৃষ্টান্তমূলক শাস্তি হলে নির্যাতন কমে আসতে পারে।

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top