আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর সড়ক দুর্ঘটনায় নিহত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মালেক (৩৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
আবদুল মালেক বর্তমান নারী কাউন্সিলর সোনিয়া বেগমের স্বামী ও আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মালেক রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ব্যবসার কাজে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন।
এ সময় আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা নামক স্থানে পৌছলে একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে সিটকে পড়ে গুরুতর আহত হন। এদিকে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
আবদুল মালেকের মেজো ভাই আড়ানী পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবদুল রশিদ তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন। প্রসঙ্গত: আবদুল মালেক ২০১১ সালে পৌরসভার প্রথম নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড কুশাবাড়িয়া গ্রাম থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে শোক বার্ত জানিয়েছেন বর্তমান আড়ানী পৌর মেয়র মুক্তার আলী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরপি / এম-১
আপনার মূল্যবান মতামত দিন: