জাফর ইমাম টেনিস কমপ্লেক্স
অপসারিত হয়নি সেই রাজাকারের নাম

রাজশাহীস্থ আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সটি এখনো কুখ্যাত রাজাকার জাফর ইমামের নামে রয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও নাম অপসারণ করা হয় নি। এ নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। দীর্ঘদিন থেকে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্নভাবে নাম অপসারণের দাবি জানিয়ে আসছেন রাজশাহীবাসী। কিন্তু সে দাবি এখনো কার্যকর হয়নি।
১৯৬৮ সালের দিকে রাজশাহী শিক্ষা বোর্ডে ক্রীড়া কর্মকর্তা পদে চাকরি পান জাফর ইমাম। কিন্তু মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য দেশ স্বাধীন হওয়ার পর চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় তাকে। কিন্তু পরে আবারও চাকরি ফিরে পান তিনি। ২০০৪ সালে মারা যাওয়ার এক বছর পরই বিএনপি জোট সরকারের আমলে জাফর ইমামের নামে টেনিস কমপ্লেক্সটির নামকরণ হয়।
২০১২ সালে এক রিটের পরিপ্রেক্ষিতে দেশের যেসব স্থাপনায় স্বাধীনতাবিরোধীদের নাম আছে তা মুছে ফেলতে ২০১৬ সালে ডিসেম্বরে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উচ্চ আদালতের নির্দেশনা উপক্ষো করে কুখ্যাত রাজাকার জাফর ইমামের নামে রাজশাহীতে এখনো রয়েছে আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সটি। এনিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। তারা বলছেন, স্বাধীনতাবিরোধী চক্রের অন্যতম হোতা জাফর ইমামের নামে এ ধরনের স্থাপনা রাখা মুক্তিযুদ্ধের চেতনা অবমাননার শামিল। তাই দীর্ঘদিন থেকে এর নাম পরিবর্তনের দাবি করে আসছেন তারা।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, রাজশাহীর বুদ্ধিজীবীদের হত্যার পেছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল তৎকালীন সন্ত্রাসী সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা জাফর ইমামের। মুক্তিযোদ্ধাদের অপারেশনের সময় হিটলিস্টের শীর্ষেই ছিল তার নাম। এ রকম চিহ্নিত রাজাকারের নামে টেনিস কমপ্লেক্স থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা।
এদিকে, আবারো টেনিস কমপ্লেক্স থেকে এই রাজাকারের নাম অপসারণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। রোববার (১ সেপ্টেমবর) সন্ধ্যা ৬টায় নগরীর এ্যারাবিয়ান কিচেন রেস্তোরায় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিভিন্নসময় মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্নভাবে নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে, রয়েছে হাইকোর্টের নির্দেশনা; তারপরেও সরানো হয়নি এ রাজাকারের নাম। আগামী ১৬ ডিসেম্বরের পূর্বে নাম অপসারণ না করলে বিজয় দিবসের কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে নিয়ে নামফলকটি অপসারণ করার ঘোষণা দেন বক্তরা।
সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বাংলাদেশ জাসদ মহানগর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ন্যাপ জেলা সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান আলম, গণসংহতি আন্দোলন রাজশাহীর আহ্বায়ক এ্যাড. মুরাদ মোর্শেদ, গণফোরাম রাজশাহীর সদস্য সচিব এ্যাড. হোসেন আলী পেয়ারা, বাসদ মহানগর সম্পাদক শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সচিব আব্দুল বারী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন শেখ ভুলু, মুক্তিযোদ্ধা আবুল বাসার প্রমূখ।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ মার্চেও রাজাকার জাফর ইমামের নাম অপসারনের দাবিতে মানববন্ধন ও বিভাগীয় কমিশনার নুর-উর-রহমানের কাছে স্বারকলিপি দিয়েছিল মুক্তিযোদ্ধারা। এছাড়াও বিভিন্নসময় নামটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন রাজশাহীবাসী।
আরপি/এএন
বিষয়: রাজাকার টেনিস কমপ্লেক্স জাফর ইমাম
আপনার মূল্যবান মতামত দিন: