রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

কচ্ছপ সংরক্ষণে রাবিতে বিশেষ সেমিনার


প্রকাশিত:
৯ মার্চ ২০২০ ০০:০২

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৭:২২

কচ্ছপ সংরক্ষণে রাবিতে বিশেষ সেমিনার


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কচ্ছপ সংরক্ষণ বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের ৪৪৯ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার শোভন অনুষ্ঠানটির আয়োজন করেন।

সেমিনারের শুরুতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এর সিইও শাহরিয়ার সিজার রহমান তিন মিনিটের একটি ডকুমেন্টারি ভিডিও উপস্থাপন করেন। এছাড়াও তিনি বলেন, মিঠা পানির কচ্ছপ এখন প্রায় বিলুপ্ত।

আর এগুলো বিলুপ্তির মূল করণে রয়েছে কুসংস্কার, শিকার, দারিদ্রতা। আমরা এই প্রাণিটিকে আমাদের গবেষণায় রেখেছি। আমরা এই প্রাণিটিকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমাদের কছে ৪৬টি কচ্ছপের বাচ্চা আছে। এগুলোকে ২০২০ সালের মধ্যে পরিবেশে ফিরিয়ে দেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেমন গাছ লাগানো প্রয়োজন ঠিক তেমনি বন্যপ্রাণিও সংরক্ষণের প্রয়োজন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন, অধ্যাপক হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গবেষক শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফী, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এর ফ্যাসিলিটি ম্যানেজার ফাহিম উজ্জামান।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top