রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

বাঘায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ২২:২৩

আপডেট:
২৬ মার্চ ২০২৩ ২২:৫৫

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর বাঘায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার (২৬ মার্চ) দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পূস্পার্ঘ অর্পণ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, বাঘা থানার ওসি খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী প্রমুখ।

এদিকে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের স্মরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের স্মরণ করা হয়েছে।

প্রদীপ জ্বালানো অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, পরিবহন মালিক শ্রমিক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

 

 

আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top