রাজশাহীতে কাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু

সারাদেশের ন্যায় রাজশাহী বিভাগেও আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু হবে। বয়স্কদের মধ্যে বুস্টার ডোজের মেয়াদ চার মাস অতিবাহিত হওয়া ব্যক্তিদের দিয়েই কার্যক্রম শুরু হবে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্।
সমন্বয় সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগে আগামী ২০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে। বয়স্কদের মধ্যে যাদের বুস্টার ডোজের মেয়াদ চার মাস অতিবাহিত হয়েছে প্রাথমিকভাবে তারাই কেবল এ টিকা পাবেন।
কৃষি বিভাগের পক্ষ থেকে সমন্বয় সভায় জানানো হয়, রাজশাহী বিভাগের ৮ জেলায় আমন ধান কাটা শেষ পর্যায়ে। বিভাগে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রা ও প্রত্যাশার চেয়েও বেশি। ফলে আপাতত খাদ্য সংকট হবে না বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।
এ সময় গণপূর্ত দপ্তরের প্রকৌশলীরা জানান, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। এর মধ্যে রাজশাহী সিটি মসজিদসহ রাজশাহী বিভাগের ১১টি মসজিদ রয়েছে।
তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে অবকাঠামো নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
দফতরগুলোর ফলে অবকাঠামো নির্মাণ কাজ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উত্থাপন করে এ বিষয়ক আইনগুলো যুগোপযোগী করার প্রস্তাব রাখেন। চলমান অনেক উন্নয়ন প্রকল্পের কাজ গতিশীল রাখতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তাব করেন তারা।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। যাতে উন্নয়ন কাজগুলো টেকসই হয়। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না- প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রতিপালনে কৃষি বিভাগকে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।
সভায় বিভিন্ন দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন চিত্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর
বিষয়: সমন্বয় সভা করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: