ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ফেসবুকে পোস্ট,২ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে ভুয়া ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদেরকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত।
একই সঙ্গে ১৫ লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় এ রায় ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে স্বশরীরে উপস্থিত ছিলেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত যুবকরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতউল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩) ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)।
আইনজীবী ইসমত আরা জানান, ওই দুই যুবক এলাকার এক হিন্দু ধর্মাবলম্বী ছেলের নামে ভুয়া ফেসবুক আইডি খোলেন। গত বছরের ১ আগস্ট ওই আইডি থেকে তারা বিভিন্নজনকে মুসলমানদের কোরবানি সম্পর্কে আপত্তিকর ভাষায় লেখা ছবি পাঠান। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মতো অবস্থা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মামলা দায়েরের পর পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার শুরু হলে আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার রায় দেন।
তিনি আরও জানান, রায়ে আদালত আসামিদের ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা জরিমানা ঘোষণা করেছেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আদালত আরও দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে স্বশরীরে উপস্থিত ছিলেন। আসামিদের হাজতবাস মূল সাজা থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
আরপি/এসএডি-8
আপনার মূল্যবান মতামত দিন: