রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতার ১


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৭

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৪১

সংগৃহিত

রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইনসহ হযরত আলী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় টার দিকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত হযরত আলী (২০) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদাপুর মহিষালবাড়ীর মৃত ইসরাফিলের ছেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থানকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র।

আরপি/ এসএইচ ০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top