রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি মানাতে বিপনিবিতানে পুলিশ কমিশনার


প্রকাশিত:
৩ মে ২০২১ ০৬:৩৪

আপডেট:
৩ মে ২০২১ ০৬:৩৮

ছবি: সংগৃহীত

বিভিন্ন বিপনিবিতানে গিয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। রোববার (০২ মে) নগরীর আরডিএ মার্কেট ও নিউমার্কেটসহ শহরের আরও কয়েকটি বিপনিবিতানে যান পুলিশ কমিশনার।

এ সময় তিনি দোকান মালিক ও ক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহবান জানান। যাদেরে মুখে মাস্ক ছিল না, পুলিশ কমিশনার তাঁদের একটি করে মাস্কও দিয়েছেন। এ সময় তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, ঈদের বাজার চলা পর্যন্ত তিনি মাঝে মাঝেই বিপনিবিতানে যাবেন। পরেরবার মাস্ক না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আরএমপির বোয়ালিয়া জোনের উপকমিশনার সাজিদ হোসেন, সহকারী কমিশনার ফারজিনা নাসরিন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top