রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


প্রকাশিত:
৮ মার্চ ২০২১ ২৩:০১

আপডেট:
৮ মার্চ ২০২১ ২৩:০২

ছবি: বক্তব্য রাখছেন লায়েব উদ্দিন লাভলু

রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদাযপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করোনাকালে নারী নের্তৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারী এনজিও এর আয়োজন করে।

সোমবার (৮মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জয় জয়ন্তী সরকার মালতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, সহকারি শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, রাজশাহী জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, বাঘা উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমা মাসুদ লতা,বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাজুবাঘা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি নিলাজ্জামান, জয়ীতা নারি হোসনে আরা রিতা, শরিফা বেগম, প্রমুখ।

বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ,প্রশাসনসহ সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচেছ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম-অধিকাররের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। নারী-পুরুষের যোৗথ প্রচেষ্ঠায় বির্নিমাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।

অপরদিকে বেসরকারি এনজিও মুসলিম এইড বাংলাদেশ,বাঘা শাখা, উপজেলার জোতজয়রাম গ্রামে পৃথকভাবে দিবসটি পালন করে। শাখা ব্যবস্থাপক মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাঘা পৌরসভার প্রানেল মেয়র-৩ মনোয়ারা বেগম।

প্রসঙ্গত, নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯৯৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি অন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করছে।

আরপি/ এসআই-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top