রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


স্থিতিশীল ব্রয়লার, বেড়েছে সোনালী মুরগির দাম


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৩৮

সংগৃহিত

বেড়েছে সোনালী মুরগির দাম। অন্যদিকে মুরগির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে রাজশাহী বাজারে সোনালী মুরগির কেজিতে ২০ টাকা বেড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর সাহেববাজার কাঁচাবাজার, উপশহর নিউমার্কেট, লক্ষীপুর কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারের ডিম বিক্রেতা রহিম উদ্দীন বলেন, ডিমের দাম কমেছে। ডিমের দাম বাড়ার কারণে ক্রেতা কমেছিল। এখন আবার বিক্রি বেড়েছে। বাজারে মুরগির দাম বাড়তি। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। এক সপ্তাহ আগে সোনালি মুরগির কেজি বিক্রি হয়েছে ২৯০ থেকে ৩১০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়।

একই বাজারের মুরগি বিক্রেতা ফারুক বলেন, বাজারে সিন্ডিকেটের কারণে মুরগির দাম বাড়ছে-কমছে। শুধু মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩০০ টাকার সোনালী এখন বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। ব্রয়লারের দাম বাড়েনি।

সবজি বাজারে গিয়ে দেখা যায়, সাহেব বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। শিমের পাশাপাশি বাজার দর উঠা নামা করছে বেগুন ও কাঁচামরিচ । গত সপ্তাহের চেয়ে বেগুনের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা, বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। এর মধ্যে টমেটো কেজি ১০০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, যেকোনো সবজি বাজারে নতুন আসলে দিয়ে একটু বাড়তিই থাকে। তবে এবার মুলার দাম অন্যবারের তুলনায় কম, শিমের দাম অন্যবারের তুলনায় বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। ফুল কপি কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। এ সবজিগুলো কয়েক সপ্তাহ ধরেই এমন দামে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৪০ থেকে ৬০ টাকা। এদিকে আলু ২৫ টাকা, শসা ৮০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৩৫-৪০ টাকা, কাঁচা পেঁপে ২৫-২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিংগা ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, লাউ পিচ ৪০ টাকা, বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে দেখা মিলেছে লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামের। সবুজ ক্যাপসিকাম আড়াইশ টাকা কেজি বিক্রি হচ্ছে। হলুদ ও লাল ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি।

আদার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা বিক্রি হচ্ছে হচ্ছে ১০০ টাকায়। দেশি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি। ডিমের দামও কিছুটা বেড়েছে সাদা ডিমের হালি ৪০ লাল ডিমের হালি ৪২।

আরপি/ এসএইচ 



আপনার মূল্যবান মতামত দিন:

Top