রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১১

আপডেট:
৩ মে ২০২৪ ০৩:০০

ছবি: উদ্বোধনী অনুষ্ঠান

রাজশাহী নগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিসিএসআইআর এর পরিচালক সেলিম খান প্রধান অতিথি হিসেবে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম খান বলেন, আমরা আপনাদের মত আয়োজন করা বিজ্ঞান মেলা থেকে আইডিয়া গ্রহণ করে পরবর্তীতে সেটা প্রজেক্ট হিসেবে জাতীয়ভাবে উপস্থাপন করি। মানসম্মত শিক্ষা প্রদান করেই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ আজ বর্তমান অবস্থানে এসেছে। এছাড়াও ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ঝড়ল ১৬ প্রাণ, নতুন ভর্তি ৩০০৮

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান রোটারিয়ান এম এ মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক জিয়াউল হক, মতিহার থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের কারিগর ও ইঞ্জিনিয়ার রোটারিয়ান নাজমা রহমান, অধ্যক্ষ রিয়াজ আহমেদসহ প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজ্ঞান মেলার বিচারকার্য সম্পন্ন করার জন্য বিসিএসআইআর, রুয়েট ও নিউ গভঃ ডিগ্রি কলেজ এর অভিজ্ঞ ও বিজ্ঞানমনস্ক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার আয়োজনটিকে দুটো পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথমদিন উদ্বোধন ও স্টল পরিদর্শন করে বিচারকার্য সম্পন্ন করা হয় । আগামীকাল মেলা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top