রাজশাহী রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪, ২৯শে আশ্বিন ১৪৩১


রিয়ালে যাচ্ছেনই এমবাপ্পে!


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ১৬:৫৯

আপডেট:
১৩ অক্টোবর ২০২৪ ১৬:৩৫

এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি- এমন গুঞ্জন অনেকদিন ধরেই বাতাসে ভাসছে। কিন্তু সাবেক পিএসজি মিডফিল্ডার জেরোম রোথেন উল্টো গল্প শোনালেন। পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নাকি সময়ের ব্যাপার মাত্র!


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগেই রিয়ালের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডের। করোনা-সংকটে দলবদলের প্রক্রিয়া বিলম্বিত হলেও অদূর ভবিষ্যতে রিয়ালই হবে এমবাপ্পের ঠিকানা।


ছয় বছর পিএসজিতে খেলা রোথেনের দাবি এমনটাই, ‘ক্লাবের একটি বিশ্বস্ত সূত্র থেকে আমি জেনেছি, করোনা-সংকটের আগে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে অবশ্যই তার দলবদল বিলম্বিত হবে।’


তিনি বলেন, কিন্তু পিএসজিতে কিছুতেই চুক্তি নবায়ন করবে না এমবাপ্পে। সমঝোতা অনুযায়ী, এই গ্রীষ্মে তাকে ছেড়ে দিতে সম্মত হয়েছিল পিএসজি। আমার মতে, এমবাপ্পের দলবদল সময়ের ব্যাপার মাত্র।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top