রাজশাহী বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার উপকরণ নেই


প্রকাশিত:
৭ আগস্ট ২০১৯ ০৩:৪৬

আপডেট:
৭ আগস্ট ২০১৯ ০৩:৪৯

মুগদা জেনারেল হাসপাতালে

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার উপকরণ বা কিট নেই। রোগীরা ছুটছেন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। বিভিন্ন পরীক্ষা করতে কিংবা চিকিৎসার জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তার স্বজনদের।

 

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল। ৫০০ শয্যার এ হাসপাতালে দেখা যায়, সিট না পেয়ে রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। কানায় কানায় ভর্তি রোগীতে। ওয়ার্ডে  জায়গা না পেয়ে সিঁড়ি পর্যন্ত রোগী ছড়িয়ে পড়েছে। পা ফেলার জায়গা নেই। চিকিৎসকরা অতিরিক্ত রোগীর চাপে নুইয়ে পড়ছেন। রোগীর স্বজনরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ক্ষোভ প্রকাশও করেছেন।

 

 

রোগীর রোগীর স্বজনদের নানা অভিযোগ,  রক্ত পরীক্ষা করতে বাইরে দৌড়াতে হচ্ছে, পদে পদে টাকা লাগছে। গরিব মানুষরা  সরকারি হাসপাতালে আসে।যেন কম টাকায় চিকিৎসা পাওয়া যায়। এখানে তার উল্টো। আবার সরকার বলছে, ডেঙ্গু চিকিৎসা ফ্রি।

 

অপর একজন রোগীর স্বজন জানান, হাসপাতালে বিভিন্ন পরীক্ষা ইচ্ছা করেই করছে না। সিন্ডিকেট করেছেন মেডিকেলের লোকজন। আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার থেকে টাকা খেয়ে তারা আমাদের ভোগান্তিতে ফেলছেন। এত বড় প্রতিষ্ঠান আর রক্ত পরিক্ষা হয় না এটা বিশ্বাসযোগ্য ? আমার রোগীর রিপোর্টও আমি বাইরে থেকে করেছি।

 

অভিযোগের ভিত্তিতে হাসপাতালে কর্ত ব্যরত চিকিৎসক জানান,আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিচ্ছি।এখানে কিছু করার নেই।এছাড়া রোগীর অনেক চাপ।  প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়তি চাপে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

 

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, এ পর্যন্ত ৩৭৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন । এখন হাসপাতালে ভর্তি আছেন ৩৩১ জন। নতুন করে  রোগীর সংখ্যা বেড়ে ১০১ জন। ৫৫ জন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং মারা গেছে ২ জন রোগী।

 

টেস্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার সব বেসরকারি চিকিৎসা । একইসঙ্গে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট সব টেস্ট বিনামূল্যে করার ঘোষণা দেয়া হয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য ২৮ জুলাই থেকে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট টেস্টগুলোর নতুন মূল্য কার্যকর হয়।

NS1 Antigen পূর্বে মূল্য ছিল এক হাজার ২০০ টাকা থেকে দুই হাজার টাকা। বর্তমানে পরীক্ষার নতুন মূল্য ৫০০ টাকা।

IgG & IgM (together) পরীক্ষার নতুন মূল্য ৫০০ টাকা। আগে এর মূল্য ছিল ৮০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকা।

CBC (RBC+WBC+Platelet+Hematocrit)পরীক্ষার আগে এর মূল্য ছিল এক হাজার টাকা। নতুন মূল্য ৪০০ টাকা। 



আপনার মূল্যবান মতামত দিন:

Top