ইকরামের কথায় ‘তোমার আশ্বাস’ গাইলেন জাভেদ

প্রযোজনা প্রতিষ্ঠান ভ্যাপ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘তোমার আশ্বাস’। নতুন এই গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী জাভেদ হোসাইন।
‘তোমার আশ্বাসের মিছিলে কত শ্লোগান তুলেছি/তোমার বিশ্বাসের পিঠে চড়ে শত ক্ষত ভুলেছি’ এমন কাব্যময়তায় গানের কথা লিখেছেন রণক ইকরাম। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন দীন ইসলাম শাহরুখ।
কক্সবাজারসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ভিডিওতে অংশগ্রহণ করেছেন জাভেদ হোসাইন নিজেই। গানটির ভিডিও পরিচালনা করেছেন দীন ইসলাম।
নতুন গান প্রসঙ্গে জাভেদ হোসাইন বলেন, অনেকদিন আগে থেকেই গানটি তৈরি ছিল। রিলিজ ডেট ফিক্স করার পর করোনা ক্রাইসিস শুরু হয়ে গেল। পরে সিদ্ধান্ত নিলাম সবাই হোম কোয়ারেন্টাইনে, তাই গানটি আটকে রেখে লাভ নেই। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।
আরপি/এমএএইচ
বিষয়: ‘তোমার আশ্বাস’ জাভেদ ইকরাম
আপনার মূল্যবান মতামত দিন: