‘নিকষ’ ওয়েব ফিল্মে তাসনিয়া ফারিন
আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে তৈরি হয়েছে একটি ওয়েব ফিল্ম। নাম ‘নিকষ’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এর গল্পে দেখা যাবে, নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা।
সকাল-সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই-বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রঙ সুলতানার বোনের চোখে আছে ঠিকই। ছোট বোনের হঠাৎ নেয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে।
এ ওয়েবফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘গল্পটি দারুন। ওয়েব কন্টেন্ট হিসাবে বেশ শক্তিশালী। অভিনয় করেও ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ এটি আজ বিকাল ৪টায় দীপ্ত টিভিতে প্রচার হবে।
আরপি/ আআ
বিষয়: তাসনিয়া ফারিন নিকষ ওয়েব ফিল্ম
আপনার মূল্যবান মতামত দিন: