স্ত্রীকে ঘরে ফেরাতে পা ধরে কান্নাকাটি যুবকের

ঘরে ফেরাতে রাজশাহীর তানোরের এক যুবক স্ত্রীর হাত-পা ধরে কান্নাকাটি করছেন বাসটার্মিনালেই। এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। যদিও ঘটনাটি সাম্প্রতিকালের।
জানা যায়, স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সেখানে তার এক যুবকের সঙ্গে রয়েছে প্রেমের সম্পর্ক। সেটি জানতে পেরে ঢাকায় স্ত্রীকে আর যেতে দিতে চান না স্বামী। কিন্তু স্ত্রী ঢাকায় যাবেনই।
অভিমান ও রাগে ক্ষোভে স্বামীকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্ত্রী। তাকে ঘরে ফেরাতে তাই স্বামীর শেষ চেষ্টা। স্বামী হয়েও স্ত্রীর পা চেপে ধরে কান্নাকাটি করতে থাকেন। যেন স্বামীকে ফেলে রেখে চলে না স্ত্রী। তবুও নাছোড় স্ত্রী। যেনো কোনোকিছুতেই গলে না তার মন।
ছবিটি সম্প্রতি রাজশাহী শিরোইলের ঢাকা বাস টার্মিনাল থেকে তোলা হয়। তবে সামাজিক মান-মর্যদার কথা চিন্তা করে দু’জনের কারো নামই দেয়া হলো না।
আরপি/এমএএইচ-০৬
আপনার মূল্যবান মতামত দিন: