রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

রাজশাহী অঞ্চলে আরও বাড়ল করোনা সংক্রমণ ও মৃত্যু


প্রকাশিত:
১২ জুন ২০২০ ০৬:০৪

আপডেট:
১ মে ২০২৫ ০৬:২৬

ফাইল ছবি

রাজশাহী বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও চারজন। অপর দুই জেলায় এদিনে কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এছাড়া সুস্থ হয়েছেন আরও ২৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে বগুড়ার ৮২ জন, সিরাজগঞ্জের পাঁচ জন, পাবনায় ১৭ জন, রাজশাহীতে আট জন, নাটোরে সাত জন ও চাঁপাইনবাবগঞ্জে ২০ জন। তবে বিভাগের অপর দুই জেলা জয়পুরহাট ও নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান।

ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ১০৩৩ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ১০৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৮ জন, নওগাঁয় ১৬৩ জন, নাটোরে ৭৬ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬২ জন ও পাবনায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বগুড়ায় তিনজন ও পাবনায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন। তবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, বগুড়ায় ১১ জন, সিরাজগঞ্জে দুইজন ও পাবনায় চারজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, রাজশাহী বিভাগে চারটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে তিনটি ও বেসরকারি একটি। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি সরকারি। বেসরকারি ল্যাব বগুড়ায়। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যাও।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী

প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভাব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

 

আরপি/ এএন-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top